• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না

রাষ্ট্র কেমন এর এসিড টেস্ট সংখ্যালঘুরা কেমন আছে—— কাজল দেবনাথ

বক্তব্য রাখছেন (সামনে থেকে) কাজল দেবনাথ, জেএল ভৌমিক ও ভূপেন্দ্র ভৌমিক দোলন -পূর্বকণ্ঠ

রাষ্ট্র কেমন এর এসিড টেস্ট
সংখ্যালঘুরা কেমন আছে
——– কাজল দেবনাথ

# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কাজল দেবনাথ বলেছেন, ‘রাষ্ট্র কেমন আছে, এর এসিড টেস্ট হচ্ছে রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায় কেমন আছে। কেবল দুর্গা পূজার ৫ দিন নিরাপত্তার প্রশ্নে জিরো টলারেন্স দেখালে হবে না। বাকি ৩৬০ দিনও দেখাতে হবে। দেশের ১৫৬টি সংসদীয় আসনের ফলাফলে নির্ধারক ভূমিকা পালন করে আমাদের ১০ ভাগ ভোট। কাজেই আমাদের কথা বিবেচনায় নিতে হবে। দেশে ৫৬০টি মডেল মসজিদ হতেই পারে। কিন্তু ধর্মনিরপেক্ষতা মানলে আমাদের ১০ ভাগ মডেল মন্দিরও নির্মাণ করা উচিত।‘ তিনি শনিবার কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে এসব কথা বলেছেন।
সম্মেলনের প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জেএল ভৌমিক বলেছেন, ‘১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে একমাত্র ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন। তাঁকে অপর তিন হিন্দু সংসদ সদস্য সমর্থন জানিয়েছিলেন। আর কেউ কথা বলেননি। তাঁরা সেদিন কথা না বললে ভাষা আন্দোলনই হতো না। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ৩০৯টি আসনের মধ্যে ৭২টি আসন ছিল হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। আজকে সেটা নেই। ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের গুরুত্বের জন্যই অসাম্প্রদায়িক চিন্তা থেকে সেটি করা হয়েছিল। অথচ আজ অসাম্প্রদায়িক চেতনার বাইরে কোন শক্তি ক্ষমতায় আসলে আমরা কেউ এদেশে থাকতে পারব না। আমার গ্রামে এক হাজার হিন্দু পরিবার ছিল। এখন আছে মাত্র তিনটা পরিবার।’
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রদীপ সরকারের সঞ্চালনায় জেলা শিল্পকলা মিলনায়তনে সম্মেলনের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সন্তোষ শর্মা, সুব্রত পাল, শুভাশীষ বিশ্বাস, কালিবাড়ির সভাপতি বিজয় শংকর রায়, জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট পরিতোষ চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য নারায়ণ দত্ত প্রদীপ, অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ, প্রনব সরকার, সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মৃদুল মজুমদার, সদর উপজেলা কমিটির সভাপতি মাখন দেবনাথ প্রমুখ।
কেন্দ্রীয় নেতারা সন্ধ্যার পর নারায়ণ দত্ত প্রদীপকে সভাপতি, প্রদীপ সরকারকে সিনিয়র সহ-সভাপতি ও মৃদুল মজুমদারকে নতুন জেলা কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা করেন। ৮১ সদস্যের কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *